Posts

Showing posts from December, 2019

আগামীকাল সূর্যগ্রহণ,বন্ধ থাকবে সকল শক্তিপীঠ

Image
আগামী ২৬ ডিসেম্বর সূর্যগ্রহণ। কলকাতা সহ গোটা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই গ্রহণ দেখা যাবে বলে জানানো হয়েছে। দেখা যাবে দেশের বিভিন্ন অংশ থেকেও। সূর্যগ্রহণের ফলে ইতিমধ্যে বেশ কিছু জায়গায় মন্দিরের পুজোপাঠ বন্ধ রাখা হয়েছে। সেই মতো বন্ধ থাকাবে জাগ্রত কামাখ্যা মন্দিরও। কামাখ্যা মন্দিরের তরফে জানানো হয়েছে যে, সকাল ৮টা থেকে ১২ টা পর্যন্ত বন্ধ থাকবে মন্দির। সাড়ে ১২টার সময় ফের মন্দির খুলবে। সেই সময় মায়ের ভোগ হবে বলে জানা গিয়েছে। কামাখ্যা মন্দিরের পাশাপাশি বন্ধ থাকবে পাঁচ সতীপীঠ। বন্ধ থাকবে তন্ত্রপীঠ তারাপীঠও। ফলে সেদিন কোনও পুজা-অর্চনাও হবে না। সতীপীঠ, তন্ত্রপীঠের মতো গোটা দেশের ৫১ সতীপীঠের ক্ষেত্রেও একই নিয়ম। দীর্ঘদিন ধরে এই নিয়ম চলে আসছে। ফলে এবারের গ্রহণের আগেও একই নির্দেশ দেওয়া হয়েছে মন্দির কতৃপক্ষের তরফে। সেই মতো সূর্যগ্রহণের সময় সতীপীঠের মন্দির বন্ধ রাখার ঘোষণা মন্দির কর্তৃপক্ষের। মন্দির বন্ধের পাশাপাশি সেদিন গ্রহণের সময় পূজোপাঠও বন্ধ থাকবে। বীরভূমের পাঁচ সতীপীঠও থাকে। যেমন এই সময় ঘুরতে যাওয়ার তালিকায় থাকে বক্রেশ্বর সতীপীঠ, বোলপুরের কঙ্কালি তলা, লাভপুরের ফুল্লরাতলা, নলহাটির নলাটেশ্বর

যে কোন সময় রাষ্ট্রপতির শাসন জারি হতে পারে পশ্চিমবঙ্গে

Image
নাগরিকতা সংশোধন আইনের (CAA) জেরে গোটা রাজ্যে চলছে অশান্তির আবহাওয়া। কোথায় পুড়িয়ে দেওয়া হচ্ছে বাস,ট্রেনে,টিকিট কাউন্টার। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) শুধু মুখের এক কথা বলছে,আর বাস্তবে পুলিশ প্রশাসনের তরফ থেকে অশান্তি থামাতে তেমন কোন পদক্ষেপ নেওয়া হয়নি। গুজব ছড়ানো বন্ধ করার জন্য পশ্চিবঙ্গের ছয়টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার মালদহ, মুর্শিদাবাদ, হাওড়া, উত্তর ২৪ পরগনার বারাসাত ও বসিরহাট মহকুমা, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও ক্যানিং মহাকুমাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়ার জন্য রাজ্যে রাষ্ট্রপতি শাসন যেকোন সময় জারি হতে পারে।

ঐতিহাসিক সিদ্ধান্ত,রাজ্যসভাতে ও পাস হয়ে গেলো নাগরিকত্ব সংশোধনী বিল

Image
ঐতিহাসিক সিদ্ধান্ত, রাজ্যসভাতে ও পাস হয়ে গেলো নাগরিকত্ব সংশোধনী বিল। জানা যাচ্ছে, ধ্বনি ভোটে উপরাষ্ট্রপতি জানিয়ে দেন যে,বিল পাস হয়ে গেছে। কিন্তুু বিরোধীরা জানায়,ধ্বনি ভোটে নই, ভোট দিয়ে জানাতে হবে। রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ ভোটাভুটিতে বিল পাশ হয়ে যায়। পক্ষে ভোট পড়েছে ১২৫টি ও বিপক্ষে ভোট পড়েছে ১০৫টি। স্বাভাবিকভাবেই ৩৭০-এর পর আরও একটি সাফল্য অমিত শাহের। এই বিল অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দু, বৌদ্ধ, ক্রিশ্চান, জৈন সহ সংখ্যালঘুরা প্রয়োজনে ভারতে নাগরিকত্বের দাবি জানাতে পারবেন। গত সোমবারই লোকসভায় পাশ হয়েছে এই বিল। এদিন রাজ্যসভায় অমিত শাহ জানিয়েছেন, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান- তিনটিই মুসলিম দেশ। ফলে, সেখানে মুসলিমদের সঙ্গে অবিচার হওয়ার সম্ভাবনা কম। ফলে, এই বিলে তাঁদের কথা বলা হয়নি। বদলে ওইসব দেশে যাঁরা সংখ্যালঘু, সেই হিন্দু, ক্রিশ্চান, বৌদ্ধ, শিখ, জৈনদের নাম লেখা হয়েছে। তবে কোনও মুসলিমের সঙ্গে অবিচার হলে, তাঁদেরও নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। জয় শ্রী রাম।

আজকেই নাগরিকতা সংশোধন বিল উপস্হাপন হবে, সরাসরি সুবিধা পাবে অত্যাচারিত হয়ে আসা হিন্দুুরা

Image
আজ বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ অ্যানেক্সি (Parliament Annexe) বৈঠক করতে পারে। এই বৈঠকে নাগরিকতা সংশোধন বিল (Citizenship Amendment Bill) পেশ করতে পারে। এই নাগরিকতা সংশোধন প্রস্তাব (CAB) অনুযায়ী নাগরিকতা আইন ১৯৫৫ এ সংশোধন করা হবে। এই নাগরিকতা সংশোধন বিলে পাকিস্তান, আফগানিস্তান আর বাংলাদেশ থেকে হিন্দুরা ধার্মিক সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকতা দেওয়ার আইন আনা হবে। এই বিল আইন হয়ে যাওয়ার পর আফগানিস্তান, বাংলাদেশ আর পাকিস্তানের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন পারসি আর ইসাই ধর্মে বিশ্বাসী সংখ্যালঘু মানুষেরা এদেশে ১২ বছরের জায়গায় ছয় বছর বছর থাকলেই নাগরিকতা পাওয়ার রাস্তা পরিষ্কার হয়ে যাবে। যদিও নাগরিকতা অর্জনের আগে তাঁদের নিজের পরিচয় নিয়ে জরুরি কাগজপত্র পেশ করতে হবে। এর মধ্যে পূর্বের কিছু রাজ্য এই বিলের বিরোধিতা করেছে, তাঁদের অনুযায়ী এর মাধ্যমে তাঁদের সংস্কৃতি, ভাষা আর পারম্পরিক ঐতিহ্যের সাথে ছেলে খেলা করা হবে। জয় শ্রী রাম 🚩 🚩