প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব্য বাংলাদেশি গায়ক নোবেল-এর! আচ্ছা করে ধুয়ে দিলো ভারতীয়রা

 () নামটা চেনা লাগছে তো? জি বাংলার সারেগামাপা নিয়ে যাকে মেতে উঠেছিল এপার আর ওপার বাংলার বাঙালিরা সেই নোবেন আবারও বিতর্কে জড়াল। জি  থেকে খ্যাতি অর্জন করা নোবেল আগাগোড়াই বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন। এবার তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এমন বিতর্কিত মন্তব্য করলেন, যার ফলে ক্ষোভে ফুঁসছে ভারতীয় বাঙালিরা।

সম্প্রতি উনি ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বিতর্কের ঝড় তুলে দিয়েছেন। উনি ফেসবুকে পোস্ট করে লিখেছেন যে, ‘আমার স্ক্যান্ডাল হবে না তো কার হবে? চা-ওয়ালা নরেন্দ্র মোদীর? কেউ দেখবে চা-ওয়ালার স্ক্যান্ডাল?” নিজেকে বড় করতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে অপমানজনক মন্তব্য সহ্য করতে পারেনি ভারতীয়রা। তাই ওনার ফেসবুক ওয়ালে গিয়ে প্রতিবাদের ঝড় তুলেছে তাঁরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব্য

এর আগে তিনি বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে আপত্তি জাহির করেছিলেন। এমনকি উনি রবি ঠাকুরের লেখা বাংলাদেশের জাতীয় সংগীত পাল্টানোরও দাবি করেছিলেন। এমনকি ওনার এই মন্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথের লেখা গান বদলে ফেলার দাবিতে মিছিলও হয়েছিল।


শুধু তাই নয়, গান চুরি, প্রতারণা এমনকি কিশোরীর সাথে সহবাসেও অভিযুক্ত বাংলাদেশের এই উঠতি গায়ক। উনি গান গেয়ে যতটা না শিরোনামে এসেছেন, তাঁর থেকেও বেশি শিরোনামে এসেছেন বিতর্কিত মন্তব্য এবং কাজ করে। তবে এবারের মন্তব্য আরও বেশি বিতর্কিত। কারণ উনি এক রাষ্ট্রপ্রধানকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন আর এটা মেনে নিতে পারছে না ভারতীয়রা।

Comments

  1. এটা মেনে নেওয়া যায় না

    ReplyDelete
    Replies
    1. এভাবে মেনে নেয়া যায় না। কারন ওনি বিশ্বের একজন সম্মানজনক,শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী। মানুষ কষ্ট থেকে বড় হয়। এভাবে অপমান মেনে নেয়া যায় না। ভারত সরকারের এটা কিছু করা উচিৎ। জনসামক্ষে ক্ষমা চাওয়া উচিৎ

      Delete
  2. এটা আবারো প্রমান করে যে এদের রক্ত টাই দুষিত ।

    ReplyDelete
    Replies
    1. জন্মের দোশ আছে

      Delete
    2. কাটা মোল্লাদের এই সমস্যা। সা-রে-গা-মা-পা ওকে তুলে এনে বড় ভুল করেছে। অহংকার বেড়ে গেছে,তাই যা ইচ্ছে, তা বলে যাচ্ছে

      Delete
  3. Novel Manus hoini , balti akdin nokol korar lok. Ok patta deya thik na

    ReplyDelete
    Replies
    1. অহংকার চলে আসছে শালার। সা রে গা মা পা যদি না থাকতো,ওকে কে বা চিনতো,তার মাথায় এটা নেই। ভারতের খেয়ে বড় হয়ে, পরিচিতি লাভ করে এখন বাঁশ দিচ্ছে আমাদের কে। শালা চিটিং একটা

      Delete
    2. এথেকে নোবেল প্রমাণ করলো সেও একজন কদাচিত অসংযত বংশীয় পশ্চিমী রাজাকারদের রক্তে জন্ম। যার আচরনে আপার জাতি ধর্ম বর্ণে অহিষ্ণুতা বাক্যচারিতা খুবই সাভাবিক....!

      Delete
  4. গান গাইতে পারলে শিল্পী কিন্তু ভাল মানুষ হওয়া যায় না ।।

    ReplyDelete
    Replies
    1. মানুষ ভালো হতে হলে তো চরিত্র ঠিক হতে হবে। তার তো চরিত্র ঠিক নেই। ধর্ষণ করেছে ২/৩ টা

      Delete
  5. Barir meyechhele gulo ke agey bojhan, ora jerokom korchhilo Nobel naamer abal take niye tate mone hochhilo samne pele bodh hoy chuma chumi korbe thot diye....

    ReplyDelete
    Replies
    1. এইবার বুঝুক, তাদের ক্রাশ কেমন 😄😄

      Delete
  6. Singer er name Malta faltu Bekar maal ekta , singing bhalo hole manushta bhalo hote hoy seta e gaando janena esob gaando gulo Quran er manei bojhena sudhu pore mukhosto kore maal gulo bojhena kichuii, baloccho Baal ekta

    ReplyDelete
  7. ছাগলে কীনা বলে? নূন্যতম ভদ্রতাবোধ নেই নোবল

    ReplyDelete
    Replies
    1. থাকলে কি বড় বড় কথা বলতো। ওর অহংকার বেড়ে গেছে। নিজেকে অনেক কিছু মনে করে। বাল্ একটা

      Delete
  8. নোবেল কে হিদুস্থানে আসতে দিন
    ওর কমেন্টর উত্তর,হিন্দুস্থানের মানুষ ওকে সামনাসামনি উত্তর দেবে প্রস্তুত আছে, ওর ক্ষমতা থাকে তো একবার একবার পশ্চিমবঙ্গে এসে দেখাক, তাহলে জানবো ও বাপের বেটা, না হলে সালা জঙ্গি বাচ্ছা, হিন্দুস্থানের মাটিতে ইনকাম করে খেতে পায়, কুত্তার বাচ্ছা বড়োবড়ো কথা বলে কি করে,

    ReplyDelete
  9. এর জন্য ভারত-ই দায়ী, সারেগামাপা,র কর্তাদেরবোঝা উচিত ছিলো হাফ হাতাদের প্রশয় দিতে নেই।

    ReplyDelete
  10. এরা এমন এক জাতি সুঁই হয়ে ঢোকে আর পুরা হয়ে বের হয়,,,,,,

    ReplyDelete
    Replies
    1. গাধাকে বসতে দিলে শুতে চাইবে এটাই স্বাভাবিক,,,,,

      Delete
  11. নোবেল কে গালি দিতে ইচ্ছে করছে ও একটা সংস্কৃতির বোঝা

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী (স্যার) কথা কি ভুলে গেছেন সবাই ???

অম্বুবাচী মাতা কামাখ্যা সম্পর্কে অজানা কিছু কথা

আবারো লাভ জিহাদের স্বীকার মেঘলা মহাজন