Posts

Showing posts from February, 2020

ব্রেকিং খবরঃ মমতা ব্যানার্জীকে উপেক্ষা করে আগামীকাল কলকাতায় হিন্দুদের নাগরিকতা দেবেন অমিত শাহ

Image
আগামী কাল রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী  অমিত শাহ  ( Amit Shah )। কাল শহীদ মিনারে একটি জনসভা করবেন তিনি। যদিও প্রথমে এই সভার অনুমতি না পাওয়া গেলেই, পরে অনেক টালবাহানার পর এই সভার অনুমতি হাসিল করে নিয়ে  বঙ্গ  বিজেপি  ( Bharatiya Janata Party ) নেতৃত্ব। রাজ্যে পুরভোটের আগে অমিত শাহ এর বাংলা সফর বিজেপি নেতা, কর্মীদের মনোবল যে চাঙ্গা করবে সেটা বলাই বাহুল্য। গতকালই উড়িষ্যার ভুবেনশ্বরে অমিত শাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ( Mamata Banerjee ) মিটিং হয়েছে। ওই মিটিংয়ে মাওবাদী সমস্যা সহ অনেক ইস্যুতে কথা হয়েছে। এরপর দুজনে একসাথে বসে খাবারও খেয়েছেন। এই বৈঠকের পর অমিত শাহ বলেছেন যে নাগরিকত্ব ইস্যু নিয়ে মিথ্যে বলছেন  মমতা ব্যানার্জী । আর ওনার এই বক্তব্য প্রমাণ করে দিয়েছে যে, আগামীকাল রাজ্যে এসে আবার নাগরিকত্ব ইস্যুকে উস্কে দেওয়া হবে। এরপর আজ বঙ্গ বিজেপির অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে আজ ট্যুইট করে বলা হয়েছে যে, ‘বাংলাদেশ থেকে আগত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ধন্যবাদ জানাই।” বিজ

BREAKING: মাথায় গুলি, খুন হিন্দু মহাসভার প্রেসিডেন্ট

Image
মাথায় গুলি করে খুন করা হল হিন্দু মহাসভার রাজ্য প্রেসিডেন্ট রঞ্জিৎ বচ্চনকে। রবিবার সকালের ঘটনা। প্রাতঃভ্রমণে বেরতেই তাঁর মাথা লক্ষ্য করে গুলি করা হয়। লখনউয়ের হজরতগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছে। আততায়ীরা এসেছিল বাইকে চেপে। বাইক থেকেই রঞ্জিৎ বচ্চনের মাথা লক্ষ্য করে পরপর গুলি করা হয়। হজরতগঞ্জের CDRI বিল্ডিং-এর কাছেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় রঞ্জিৎ বচ্চনের ভাই-ও আহত হয়েছেন। তাঁকে ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে। রঞ্জিৎ বচ্চন আসলে গোরক্ষপুরের বাসিন্দা। তিনি হিন্দু মহাসভার নেতা হলেও তিনি ছিলেন সমাজবাদী পার্টির সদস্য। তাঁকে প্রায়ই প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে দেখা যেত। সমাজবাদী পার্টির তরফ থেকে যোগী আদিত্যনাথ সরকারের দিকে অভিযোগ তোলা হয়েছে। বিস্তারিত আসছে…