BREAKING: মাথায় গুলি, খুন হিন্দু মহাসভার প্রেসিডেন্ট


মাথায় গুলি করে খুন করা হল হিন্দু মহাসভার রাজ্য প্রেসিডেন্ট রঞ্জিৎ বচ্চনকে। রবিবার সকালের ঘটনা। প্রাতঃভ্রমণে বেরতেই তাঁর মাথা লক্ষ্য করে গুলি করা হয়।
লখনউয়ের হজরতগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছে। আততায়ীরা এসেছিল বাইকে চেপে। বাইক থেকেই রঞ্জিৎ বচ্চনের মাথা লক্ষ্য করে পরপর গুলি করা হয়। হজরতগঞ্জের CDRI বিল্ডিং-এর কাছেই এই ঘটনা ঘটেছে।
এই ঘটনায় রঞ্জিৎ বচ্চনের ভাই-ও আহত হয়েছেন। তাঁকে ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে। রঞ্জিৎ বচ্চন আসলে গোরক্ষপুরের বাসিন্দা।
তিনি হিন্দু মহাসভার নেতা হলেও তিনি ছিলেন সমাজবাদী পার্টির সদস্য। তাঁকে প্রায়ই প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে দেখা যেত। সমাজবাদী পার্টির তরফ থেকে যোগী আদিত্যনাথ সরকারের দিকে অভিযোগ তোলা হয়েছে।

বিস্তারিত আসছে…

Comments

Post a Comment

Popular posts from this blog

অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী (স্যার) কথা কি ভুলে গেছেন সবাই ???

অম্বুবাচী মাতা কামাখ্যা সম্পর্কে অজানা কিছু কথা

আবারো লাভ জিহাদের স্বীকার মেঘলা মহাজন