প্রধানমন্ত্রীকে চিঠি বাংলাদেশ হিন্দু পরিষদের

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি ও ডিএসসিসি) ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের দাবিতে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছে বাংলাদেশ হিন্দু পরিষদ।
সোমবার (৬ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সাজন মিশ্র স্বাক্ষরিত একটি চিঠি দেয়া হয়।
চিঠিতে বলা হয়, 'ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের তারিখ আগামী ৩০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। আপনার (শেখ হাসিনা) অবগতির জন্য জানাচ্ছি যে, ওই দিন সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে, শিক্ষাপ্রতিষ্ঠানে, পাড়া-মহল্লায়, ক্লাবসহ বিভিন্ন স্থানে এই পূজা উদযাপন করে থাকে। তাই ৩০ জানুয়ারি ঢাকা দুই সিটি করপোরেশনের ভোট অনুষ্ঠিত হলে দেশের বৃহৎ একটি অংশকে ভোট প্রদান কিংবা পূজা পালন থেকে বিরত থাকতে হবে। তাই সিটি করপোরেশনের বৃহৎ অংশের ভোট প্রদান ও পূজা পালন নিশ্চিতের লক্ষ্যে নির্বাচনের তারিখ পরিবর্তন করার অনুরোধ জানাচ্ছি।'

তথ্যঃ সংগ্রহ।

Comments

Popular posts from this blog

অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী (স্যার) কথা কি ভুলে গেছেন সবাই ???

অম্বুবাচী মাতা কামাখ্যা সম্পর্কে অজানা কিছু কথা

আবারো লাভ জিহাদের স্বীকার মেঘলা মহাজন