মুসলিম ধর্মে পরির্বতন হয়ে ও জায়গা পেলো না সবিতা রাণী

সবিতা বেগম ( পূর্ব নাম সবিতা রাণী দাস) পাবনার আঠঘড়িয়া উপজেলার নাদুরিয়া গ্রামেরর শ্রী রাম দাস এর মেয়ে শ্রীমতি সবিতা রাণী দাস প্রমের ফাঁদে পড়ে ঈশ্বরগঞ্জের উচালিখা ইউনিয়নের আমোদপুর গ্রামের হেকমত আলীর ছেলে শহীদুল ইসলাম কাছে। প্রেমের ফাঁদ বুঝতে না পেরে নিজের সংসার ছেড়ে নিজের হিন্দুু ধর্ম থেকে মুসলিম ধর্মে পরির্বতন হয়ে বিয়ে করেন শহীদুল কে। কিন্তু প্রতারক স্বামী গোপনে নিজ এলাকায় আরও একটি বিয়ে করে, এখন আর আশ্রয় দিচ্ছে না সবিতাকে। আর ধর্মান্তরিত হওয়ায় সবিতা তার স্বজনদের কাছে ফিরতেও পারছে না। উপায় না পেয়ে গত দুমাস ধরে স্বামীর বাড়িতে ঠাঁই পেতে লড়াই করে যাচ্ছেন সবিতা বেগম ( পূর্ব নাম সবিতা দাস ) জানা গেছে, গাজীপুরে একই পোশাক কারখানায় কাজ করার সুবাদে সবিতার সঙ্গে শহীদুলের পরিচয় হয়। এক পর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। শহীদুল বিয়ের আশ্বাস দিলে ২০১৪ সালের জানুয়ারিতে ময়মনসিংহ আদালতে এফিডেবিট করে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে সবিতা। এরপর ওই বছরের জুন মাসে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়। সেই থেকে একসঙ্গে বসবাস করতে শুরু করে তারা। সংসার জীবনও তাদের ভালোই কাটছিলো। হঠাৎ করেই ন...