রাম মন্দিরের জন্য বিশাল আকৃতির ঘন্টা বানানো কাজ শুরু করেছে মুসলিম সম্পদ্রায়ের ভাইয়ারা
অযোধ্যায় রাম মন্দিরের জন্য ২১০০ কেজির বিশালাকার পিতলের ঘণ্টা তৈরি করছে আমাদের মুসলিম ভাইয়ারা
২১০০ কেজির ঘণ্টা পিতলের আর এর উচ্চতা ৬ ফুট এবং চওড়ায় ৫ ফুট। এই ঘণ্টার নির্মাণ করা কারখানার মালিক হলো, জলেসর এর নগরপালিকার চেয়ারম্যান বিকাস মিত্তল জানান, এই বিশালাকার ঘণ্টা বানানোর জন্য মুসলিম কারিগর ইকবাল সহযোগিতা করছে। ঘণ্টার ডিজাইনিং এবং মসৃণ করার কাজ মুসলিম সমাজের ভাইয়েরা দিন রাত মিমিলে কাজ করছে। ঘণ্টাটির বানাতে খরচ পড়তে পারে ১০ থেকে ১২ লক্ষ টাকা।

আশা করি, এই ঘন্টাটির কাজ অতিশীঘ্রই শেষ করা হবে।।
🚩 জয় শ্রী রাম 🚩
Comments
Post a Comment