অবশেষে কান্তজীউ মন্দিরে অশ্লীল নৃত্যে বন্ধ করলো প্রশাসন।



বাংলাদেশে দিনাজপুর জেলার কাহারোলে ঐতিহাসিক কান্তজিউ মন্দির প্রাঙ্গণে প্রতিবছরের মতো মাস ব্যাপী রাস মেলায় অনুষ্ঠিত হয়। আর এই রাসমেলাকে কেন্দ্র করে প্রতিবছর কিছু অসাধু ব্যবসায়ী সেখানে বিভিন্ন ধরনের প্রকাশ্যে নোংরা বেহায়াপনা অশ্লীল নৃত্য পরিবেশন করে।
আর এইসব স্হানীয় কিছু রাজনীতির ব্যক্তিদের প্রশয়ে প্রতিবছর এইরকম নৃত্যের প্যান্ডেল করা হয়। যা মন্দিরে আগত সকলে তীর্থযাত্রী দের জন্য একটি লজ্জ্বাজনক বটে।  এইবছর সনাতনী বিভিন্ন নেতৃবৃন্দ গণরা প্রতিবাদ করে  উঠলে এবং প্রশাসন বরবার চিঠি প্রদান করলে  গত  শুক্রবার ১৫ নভেম্বর বিকাল ৪টার দিকে কাহারোল উপজেলা প্রশাসন সকল প্যান্ডেলগুলো ভেঙ্গে দিয়েছেন এবং অতিশীঘ্রই এইসব স্হান পরিত্যাগ করতে বলেছেন।

দীর্ঘদিনের এই নোংরা গুলো চলতে থাকা সকল তীর্থযাত্রীদের মনের ভিতর একটি আনন্দদায়ক  হিসেবে কাজ করছে এই কারন, যেহেতু কান্তজীউ মন্দির একটি ঐতিহাসিক মন্দির। পূণ্য তীর্থস্হান ও বটে। প্রতিবছরই এইভাবে প্রশাসন কঠোর ভাবে সর্তকতা থাকবে বলে সকল তীর্থযাত্রীরা মনে করছে।

Comments

Popular posts from this blog

অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী (স্যার) কথা কি ভুলে গেছেন সবাই ???

অম্বুবাচী মাতা কামাখ্যা সম্পর্কে অজানা কিছু কথা

আবারো লাভ জিহাদের স্বীকার মেঘলা মহাজন