খ্রিষ্টানে কনভার্ট করার সকল বিদেশী NGO লাইসেন্স বাতিল করলো অমিত শাহ



ভারতে বিদেশী ফান্ডিং  দিনের পর দিন  NGO গুলি বহু জায়গায় হিন্দুদের ধর্ম পরিবর্তন করে খ্রিষ্টানে কনভার্ট করার উপর কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত।  আর সেই NGO গুলোর চাবুক চালালো বিজেপির  অমিত শাহ।  বিদেশী ফান্ডিং আইন উলঙ্ঘন করার অপরাধে মোদী সরকার ১৮০৭ সংখ্যক NGO ও শিক্ষা প্রতিষ্ঠানের উপর একশন নিয়েছে। রাজস্থান বিশ্ববিদ্যালয়, এলাহাবাদ কৃষি ইনস্টিটিউট, ইয়াং মেনস ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন, গুজরাট এবং স্বামী বিবেকানন্দ এডুকেশনাল সোসাইটি কর্ণাটক এমন সত্তা ও এনজিওগুলির মধ্যে রয়েছে যাদের বিদেশী অংশদান অধিনিয়ম (রেগুলেশন) আইনের আওতায় লাইসেন্স বাতিল করা হয়েছে। বিদেশ থেকে আগত অবৈধ অর্থ আটকানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্মকর্তা বলেছেন, “এফসিআরএ নিবন্ধন বাতিল হওয়ার সাথে সাথে সমস্ত বেসরকারী সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানের বৈদেশিক ফান্ডিং বন্ধ করা হয়েছে।” কর্মকর্তারা বলেছেন যে বারবার অনুস্মারক সত্ত্বেও বার্ষিক 6 বছর অবধি আয়কর এবং বিদেশী তহবিলের বিষয়ে ব্যয়ের বিবরণ জমা না দেওয়ার কারণে এই সংস্থাগুলির এফসিআরএ নিবন্ধন বাতিল করা হয়েছে।


বর্তমানে যতগুলো NGO  আছে ভারত বর্ষে,সবগুলোর লাইসেন্স বাতিল করা হবে হুশিয়ারি দিলেন বিজেপির এই নেতা।

                    🚩 জয় শ্রী রাম 🚩

Comments

  1. একদম ঠিক কাজ করেছেন, আর যেইসব হিন্দু ধর্মের লোক দের কে খ্রীষ্টান ও মুসলিম ধর্ম গ্রহন করিয়েছে তাদের কে পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে নিয়ে আসা প্রয়োজন।

    ReplyDelete
  2. Replies
    1. হ্যাঁ। তবে আরো আগে হলে ভালো হতো। তবে এখনো ভালো হয়েছে

      Delete
  3. অন্যান্য ধর্মাবলম্বীদের কে যাতে হিন্দু তে কনভার্ট করা যায় এরকম সংস্থা চাই। অতি জরুরী এবং এর শক্ত মজবুত কঠিন আইনি ব্যবস্থার প্রয়োজন। আমি আশা করি আমার এই মন্তব্যটা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।

    ReplyDelete
  4. অন্যান্য ধর্মাবলম্বীদের কে যাতে হিন্দু তে কনভার্ট করা যায় এরকম সংস্থা চাই। অতি জরুরী এবং এর শক্ত মজবুত কঠিন আইনি ব্যবস্থার প্রয়োজন। আমি আশা করি আমার এই মন্তব্যটা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।

    ReplyDelete
  5. ভারতবর্ষে আবার টোল ব্যাবস্থা চালু করুন । সংস্থা তৈরী করুন । সংস্থার হাতে পয়সা দিন । তারা কাজে লাগবে ।জয় শ্রী রাম ।

    ReplyDelete
  6. আপনার কৌশলগত পদক্ষেপের জন্য ধন্যবাদ,, ভগবান আপনার ভালো করুক।

    ReplyDelete
  7. ভারত মাতা কি জয়। যারা বিরত করবে। তাদের সাথে কি অবস্থা করা হবে সেটা তুলে ধরু।।

    ReplyDelete
  8. I pray to God to give long life with good health so that he can continue to do such acts .
    There should be incentive for Ghar Wapsi.

    ReplyDelete
  9. joy hind🙏🙏🙏🚩💪

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী (স্যার) কথা কি ভুলে গেছেন সবাই ???

অম্বুবাচী মাতা কামাখ্যা সম্পর্কে অজানা কিছু কথা

আবারো লাভ জিহাদের স্বীকার মেঘলা মহাজন